মাদারীপুরে অবৈধভাবে দোকান ও বাড়ি নির্মাণ

প্রকাশ: ৮ অক্টোবর ২০২৫, ১৫:৩৩ | আপডেট : ৯ অক্টোবর ২০২৫, ০২:০৭

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে ঢাকা -বরিশাল মহাসড়কে তাঁতিবাড়ি এলাকায় সড়ক বিভাগের তদারকির অভাবর জমি দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে অর্ধশতাধিক দোকানপাট। সম্প্রতি মহাসড়কের জায়গা দখল করে একটি টিনের ঘর নির্মাণ করায় স্থানীয় এক পরিবারের চলাচলের রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হলেও কর্তৃপক্ষ রয়েছে নীরব ভূমিকায়। এতে এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ঘটমাঝি ইউনিয়নের তাঁতিবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে স্থানীয় প্রভাবশালী জব্বার মাতুব্বরসহ বিভিন্ন লোকজন সড়ক বিভাগের জমি দখল করে প্রায় অর্ধশত দোকান নির্মাণ করেছে। এর ফলে সড়কে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে এবং নিয়মিত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
জানাগেছে ,স্থানীয় ওই প্রভাবশালী এক ব্যক্তি জোরপূর্বক স্থানীয় জব্বার মাতুব্বরের ঘরের সামনে সড়কের জায়গায় একটি টিনের ঘর নির্মাণ করেছে। যার কারণে ওই পরিবারের চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে।
'আমরা একাধিকবার তাদের ঘর সরাতে বলেছি, কিন্তু তিনি কথা শোনেননি। সরকারি লোকজনও এসে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এখন আমাদের করার কিছুই নেই।” স্থানীয়রা আরো জানান, মহাসড়কের দুই পাশেই সারিবদ্ধ দোকান থাকার কারণে প্রতিদিনই যানজট লেগে থাকে। তারা অবৈধ দোকানপাট ও নির্মিত ঘর উচ্ছেদের দাবি জানান।
ঘটমাঝি ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আক্তার হোসেন বলেন, “ইউএনও স্যার তদন্ত প্রতিবেদন চেয়েছিলেন, আমি সেটি পাঠিয়ে দিয়েছি।” এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা বলেন, “ঘর সরিয়ে নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে।” মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব বলেন, “খুব শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত