বগুড়ায় আমন ধানের রোগবালাই ও পোকামাকড় দমনে লিফলেট বিতরণ

প্রকাশ: ৮ অক্টোবর ২০২৫, ১১:২০ | আপডেট : ৯ অক্টোবর ২০২৫, ০২:৪৯

বগুড়ার নন্দীগ্রামে চলতি আমন মৌসুমে আমন ধানের রোগবালাই ও পোকামাকড় দমনে কৃষকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। এই উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা কৃষি অফিস।
এর অংশ হিসেবে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ভাটরা ও কুমিড়া ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা নাজমুল হক মঙ্গলবার সকাল থেকে কৃষকদের মাঝে এই লিফলেট বিতরণ করেন। এই লিফলেট বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন উপসহকারী কৃষি কর্মকর্তা নাজমুল হক। প্রথমদিন তিনি ভাটরা ইউনিয়নের রঞ্জয় তেঘর, থালতাপাড়া, খরনা, নাগড়া, মাধুকুড়ি, বামনগ্রাম ও মির্জাপুর গ্রামের কৃষকদের মাঝে এই লিফলেট বিতরণ করেন। এছাড়াও তিনি কৃষকদের কথা শুনেন এবং ফসল উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন পরামর্শ প্রদান করেছেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক বলেন, আমন ধানক্ষেত সুরক্ষা, রোগবালাই ও পোকামাকড় দমনে সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। গোটা উপজেলায় কৃষকদের মাঝে এই লিফলেট বিতরণ করা হচ্ছে। ভালোভাবে ফসল উৎপাদনের লক্ষ্যে আমরা কৃষকদের সবধরনের সহযোগিতা করে আসছি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত