মাদারীপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পরিবারের মধ্যে ঢেউ টিন ও গৃহনির্মাণ মঞ্জুরি বিতরণ
প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২২, ১৪:২০ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ২৩:৪৫
মাদারীপুরে বিভিন্ন সময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পরিবারের মধ্যে ঢেউ টিন ও গৃহনির্মাণ মঞ্জুরি বিতরণ করা হয়েছে।বুধবার (৭ডিসেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদারীপুর সদর উপজেলা আচমত আলী খান মিলানায়তনে ৫১টি পরিবারের মধ্যে ২ বান্ডেল করে ঢেউটিন ও নগদ ৩ হাজার করে টাকা এবং ১টি করে কম্বল বিতরণ করা হয়, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এম পি প্রাধান অতিথি হিসেবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের হাতে নগদ টাকা ও টিন তুলে দেন।
এ সময় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মাইনউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান ওবাইদুর রহমান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্ত মশিউর রহমান খান জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৫১টি পরিবারের প্রত্যেককে ঘরগুলো দ্রুত পুনঃমেরামতের জন্য ২ বান্ডেল করে টিন ও নগদ ৩ হাজার করে টাকা বিতরণ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত