মাঝ আকাশে যাত্রী অসুস্থ, বিমানের জরুরি অবতরণ

  গ্রামনগর বার্তা অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ |  আপডেট  : ১৪ মে ২০২৪, ১০:০৭

প্রতীকী ছবি

মাঝ আকাশে যাত্রী হঠাৎ অসুস্থ হওয়ায় লন্ডনের ফ্লাইটটি বুলগেরিয়ার সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মেডিক্যাল ইমার্জেন্সি ঘোষণা করে জরুরি অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০১ ফ্লাইট টি সিলেট হতে লন্ডনের উদ্দেশে রওনা হয়। ফ্লাইটের মধ্যে একজন যাত্রীর হঠাৎ উচ্চ রক্তচাপ ও শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়। কেবিন ক্রুরা উক্ত যাত্রীর অসুস্থতার বিষয়টি ফ্লাইটের ক্যাপ্টেন কে জানালে, ফ্লাইটের মধ্যে কোন ডাক্তার আছেন কিনা তার জন্য ককপিট থেকে এনাউন্সমেন্ট করা হয়। একজন ডাক্তার যাত্রী উক্ত রোগীকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন। ফ্লাইটের মধ্যে উক্ত অসুস্থ যাত্রীকে নিরবিচ্ছিন্ন অক্সিজেন সাপ্লাই করা হয় এবং অন্যান্য প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। যাত্রীর শারীরিক অবস্থার আরও অবনতি হলে উক্ত ডাক্তার যাত্রী ক্যাপ্টেন কে জানান যে, অসুস্থ যাত্রীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করাতে হবে। ক্যাপ্টেন যাত্রীর জীবন রক্ষার্থে ফ্লাইটটি বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে অবস্থিত সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মেডিক্যাল ইমার্জেন্সি ঘোষণা করে জরুরি অবতরণ করে।

ওই ফ্লাইটের পাইলট ইন কমান্ড (পি আই সি) ক্যাপ্টেন ইশতিয়াক জানান, ফ্লাইটর মধ্যে ডাক্তার যখন জানান যে, রোগী কে হাসপাতালে ভর্তি করাতে হবে, তখনই আমরা ফ্লাইট টি ডাইভার্ট করে নিকটতম এয়ারপোর্টে ল্যান্ড করানোর সিদ্ধান্ত গ্রহণ করি। সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এটিসি'র সাথে যোগাযোগ করে মেডিক্যাল ইমার্জেন্সি ঘোষণা করি। ফ্লাইট ডাইভার্ট করে সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রেকর্ড ২৫ মিনিটের মধ্যে অবতরণ করি। সোফিয়া এয়ারপোর্টের ডাক্তার ফ্লাইট ডাইভার্ট করে সময়মতো  রোগীকে আনার আমাদের প্রশংসা করেন।
 
উল্লেখ্য উক্ত যাত্রী (৮৪ বছর) সিলেট থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেছিলেন। তাঁর কাছে মেডিক্যাল সার্টিফিকেটে ফিট টু ফ্লাই ছিল।

উক্ত ফ্লাইটের পাইলট ইন কমান্ড (পি আই সি) ছিলেন ক্যাপ্টেন ইশতিয়াক ( তিনি বিমানের চিফ অব প্লানিং এন্ড শিডিউলিং), সেকেন্ড ক্যাপ্টেন ছিলেন ক্যাপ্টেন এনাম ( তিনি বিমানের চিফ অব ফ্লাইট সেইফটি) ও ফার্ট অফিসার ছিল এফ ও ইশতি।  

উল্লেখ্য, অসুস্থ যাত্রীর জীবন রক্ষার্থে ফ্লাইট সোফিয়াতে ডাইভার্ট করায় বিমানের উক্ত বোয়িং ড্রিমলাইনার ৭৮৭ ফ্লাইট  লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে পৌঁছাতে ৩ ঘণ্টা বিলম্ব হয়।

কা/আ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত