আদমদীঘিতে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার, গোপনে দাফনের চেষ্টা
প্রকাশ: ১৬ মে ২০২৪, ১৮:১৬ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০১:৫৮
বগুড়ার আদমদীঘি থানা পুলিশ গত বুধবার সন্ধায় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের নিমাইদীঘি গ্রাম থেকে সারিজাত ইসলাম (১৫) নামের এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে। সারিজাত সান্তাহার নতুন বাজার এলাকার শফিকুল ইসলামের মেয়ে এবং সান্তাহার হার্ভে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনির ছাত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এই মৃত্যুর পেছনে প্রেম ঘটিত কারণ রয়েছে। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের সাথে সারিজাতের মনমালিন্য চলছিল। গত বুধবার কোন এক সময় পরিবারের সদস্যরা বাসার একটি ঘর থেকে সারিজাতের ঝুলন্ত লাশ উদ্ধার করে। আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তি জানান, সারিজাতের মৃত্যুর বিষয়টি গোপন রেখে তারা পরিবারের সদস্যরা গোপনে লাশ দাফনের জন্য উপজেলার নিমাইদীঘি গ্রামে নিয়ে যায়। বিষয়টি জানার পর পুলিশের উপ-পরিদর্শক নাজমুল ইসলাম পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে তার লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত