ভোট দিয়ে ব্যালটের ছবি পোষ্ট করার দায়ে ইউপি চেয়ারম্যানকে ব্যাখা প্রদানে ইউএনওর নোটিশ
প্রকাশ: ১৬ মে ২০২৪, ১৮:১০ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ২২:২৮
পঞ্চগড়ে গোপন কক্ষে ভোট দিয়ে তার ছবি সামাজিক যোগাযোগ (ফেসবুকে) পোষ্ট দেওয়ার অভিযোগে তেতুঁলিয়া উপজেলার শালবাহান ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আশরাফুল ইসলাম কে তার যথাযথ ব্যাখা চেয়ে নোটিশ প্রদান করা হয়েছে।
জানা যায় সদ্য সমাপ্ত প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ ও সম্প্রতি জাতীয় সংসদের নিবার্চনে গোপন কক্ষে ভোট দিয়ে তার ব্যালট পেপারে ছবি তুলে সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।পরে পোষ্টটি নিউজ আকারে দেশের বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হয়।এঘটনার পর গত ১২ মে তেতুঁলিয়া উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি স্বাক্ষরিত স্বারক নং- ২৪-৩০৮ একটি পত্রে বলা হয় ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গত ৮ মে ২০২৪ তারিখে তেতুঁলিয়া উপজেলায় ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনের দিন আপনি তেতুঁলিয়া ৪ নং শালবাহান ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আশরাফুল ইসলাম শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের গোপন কক্ষে ভোট প্রদানের সময় নিজের এবং মাকিং সিল সহ ব্যালট পেপারের ছবি ধারন করে আপনার ব্যক্তিগত ফেসবুক আইডিতে আপলোড দেন‘ যা নির্বাচনী আচরণ বিধিমালার পরিপন্থি। এমন বিষয় নিয়ে জাতীয় ও স্থানীয় পত্রিকা সহ টিভি চ্যানেল ও অনলাইন পোর্টালে নেতিবাচক সংবাদ প্রকাশ হয়। যা স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯ এর ১০৭ ধারা জনসেবক ( চঁনষরপ ঝবৎাধহঃ) সত্বেও নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে ভোট কেন্দ্রের গোপন কক্ষে ভোট ্রপদানের সময় নিজের এবং মাকিং সিল সহ ব্যালট পেপারের ছবি সহ ধারন করে কেন্দ্রের বাএির এসে জনসাধারন ও স্যোশাল মিডিয়ায় (ফেসবুক আইডিতে) প্রদর্শন করেন এর পরবতীিতে এ বিষয়ে ব্যক্তিগত স্যোশাল মিডিয়ায় লাইভে এসে বিবৃতি প্রদান করেন।এতে জনসাধারনের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়। তাই এ ধরনেরকর্মকান্ড স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯ এর ৩৪এর(৪) ধারার (খ) ও (ঘ) উপ-ধারা মোতাবেক অসদাচরণের সামিল এবং সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা,২০০৯এ প্রদত্ত নির্দেশনা অনুসরণের পরিপন্থি।তাই এহেন কর্মকান্ডের দায়ে আপনার বিরুদ্ধে স্থানীয় সরকার(ইউনিয়নপরিষদ) আইন,২০০৯ এর ৩৪ ধারা অনুযায়ি পরবর্তী কার্যক্রমের জন্য উর্ধ্বতন কর্তপক্ষের বরাবরে কেন সুপারিশ করা হবে না ‘ তার সন্তোষজনক ব্যাখা/ জবাব দিতে আগামি ১৬ মে তারিখের মধ্যে নি¤œস্বাক্ষরকারির কার্যালয়ে দাখিল করার জন্য অনুরোধ করা হলো।
এ বিষযে মুঠোফোনে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আশরাফুল ইসলাম কাছে জানতে চাইলে তিনি বলেন আমি তো এখন ঢাকায় আছি। নোটিশ (ব্যাখা) দেওয়ার আগেই আমি ঢাকায় আসি। ফিরে গিয়ে জবাব দিবো। এদিকে ওই ব্যাখা প্রদানের নোটিশ দেওয়ার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে রাব্বি মুঠো ফোনে নিশ্চিত করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত