মহান মে দিবস উপলক্ষে শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১ মে ২০২১, ১৬:৩০ |  আপডেট  : ৯ এপ্রিল ২০২৪, ০৯:২৮

মহান মে দিবস উপলক্ষে বাগেরহাট জেলার কর্মহীন ৩শত ১০ জন মোটর শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় বাগেরহাট বাসস্টান্ড চত্বরে বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় বাগেরহাটের জেলা প্রশাসক আনম ফয়জুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক খন্দোকর মোঃ রিজাউল করিম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট বাস মালিক সমিতির সেক্রেটারী আব্দুল বাকি তালুকদার, বাগেরহাট জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, সাধারণ সম্পাদক খান আবুবকর সিদ্দিকসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।  

বাগেরহাট জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু বলেন, প্রতিবছর আমরা জাকজমক পূর্নভাবে মে-দিবস পালন করতাম। এবার করোনা পরিস্থিতিতে তা করতে পারছি না। তবে এই দূর্যোগ মুহুর্তে বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে  ৩‘শ ১০ জন শ্রমিককে খাদ্য সহায়তা দিয়েছেন। তাতে শ্রমিকরা কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন।

বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক বলেন, বাগেরহাট বাসস্ট্যান্ডে আজকে ৩‘শ ১০ জন বাস শ্রমিককে খাদ্য সামগ্রী বিতরণ করা হল। পর্যায়ক্রমে বাগেরহাটের প্রত্যেকটি স্থানে যত কর্মহীন শ্রমিক রয়েছে সবার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এছাড়া খুব শীগ্রই আপনাদের কাছে প্রধানমন্ত্রীর দেওয়া সহযোগিতা পৌছে যাবে। সরকারের পক্ষ থেকে সব সময় শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত