মহানুভবতার নজির রাখলেন আদমদীঘির সুবাশ

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ১৯:১০ |  আপডেট  : ৪ জানুয়ারি ২০২৫, ০৪:৪২

নিজের বিকাশ নম্বরে অজ্ঞাত নম্বর থেকে ভুলে আসা ৪০ হাজার টাকা মুল মালিককে ফেরত দিয়ে মহানুভবতার নজির রাখলেন আদমদীঘির সান্তাহারের সুবাশ চন্দ্র। গত সোমবার (২১ আগষ্ট) বিকেলে আদমদীঘি থানায় লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার পশ্চিম চন্ডিপুর (মিয়াজী বাড়ি) গ্রামের টাকার মুল মালিক সালাউদ্দিনের নিকট এ টাকা হস্তান্তর করেন। 

জানাযায়, লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার পশ্চিম চন্ডিপুর (মিয়াজী বাড়ি) গ্রামের সামছুদ্দিনের ছেলে সালাউদ্দিন তার বিকাশ নম্বর ০১৮৬৯৭৭৬৪৭৭ এবং বিকাশ নম্বর ০১৮২৭৮৮৮০০০ নম্বর থেকে গত ১০ আগষ্ট সর্বমোট ৪০ হাজার ৮০০ টাকা ০১৭৫৬১৯৭২৬৬ বিকাশ নম্বরে পাঠান। কিন্তু ভুলবসত: ওই বিকাশ নম্বরে টাকা না গিয়ে ০১৭৫৬১৯৭২৫৬ বিকাশ নম্বরে চলে যায়। এ ঘটনায় সালাউদ্দিন গত ১৭ আগষ্ট রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং বিকাশ অফিসে অবহিত করেন। এরপর সালাউদ্দিন মোবাইল ফোনের মাধ্যমে ভুলে আসা বিকাশ নম্বরে যোগাযোগ করে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহারের লাল চন্দ্রের ছেলে সুবাশ চন্দ্রের সাথে কথা হয়। এসময় সুবাশ চন্দ্র তার বিকাশে আসা ৪০ হাজার টাকা কথা স্বীকার করে মহানুভবতার নজির স্থাপন করে মুল মালিক সালাউদ্দিনকে এসে টাকা ফেরত নিয়ে যাবার জন্য অনুরোধ করেন। গত সোমবার (২১ আগষ্ট) বিকেলে আদমদীঘি থানায় উভয় পক্ষ উপস্থিত হয়ে পুলিশের মধ্যস্থতায় সুবাশ চন্দ্র ৪০ হাজার টাকা মুল মালিক সালাউদ্দিনের নিকট হস্তান্তর করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত