কলমা-বালিগাঁও সড়কের পাশে
মসজিদের রাস্তা দখল করে দোকান ঘর নির্মান মুসুল্লিরা বিপাকে
প্রকাশ: ২১ নভেম্বর ২০২১, ১৯:১৮ | আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১২:৫৪
একটি রাস্তার জন্য মসজিদটি এখন অনেকটাই মুসুল্লি শুন্য আর মসজিদে যাতায়তের জন্য রাস্তাটি দখল করে গড়ে তুলেছে রাস্তার দুই পাশে দুটি দোকান ঘর। এমনি অভিযোগ বানগাঁও গ্রামবাসির। কলমা-বালিগাঁও সড়কের পাশে বানগাঁও গ্রামের মসজিদটি এখন রাস্তার অভাবে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায় বানগাঁও গ্রামের আননূর জামে মসজিদটির পাশ দিয়ে একটি রাস্তা রয়েছে মসজিদে যাওয়ার সেই রাস্তাটি অবৈধ ভাবে দখল করে রাস্তার দুই পাশে দুটি দোকান ঘর নির্মান করে রেখেছেন বনগাঁও গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে আলমঙ্গীর সহ তার অন্যাণ্য ভাইরা।
আননূর জামে মসজিদের সভাপতি মো. জুন্নু বেপারী জানান, দীর্ঘ দুই বছর যাবত এই মসজিদটি গ্রামের সকলের চেষ্ঠায় নির্মান করা হয়েছে। এই মসজিদে বনগাঁও গ্রাম সহ আশপাশের এলাকার লোকজন পাচ ওয়াক্ত নামাজ আদায় করতে আসেন। তিনি সহ এলাকাবাসি জানান, সড়কটির দুই পাশের পানি নিস্কাশনের জন্য এখানে একটি সরকারী খাল ছিলো। খালটি ভরাট করে রাস্তা বানানোর কথা থাকলেও সেই সরকারী খালটি ভরাট করে ভরাটকৃত রাস্তাটি দখল করে রাস্তার দুই পাশে দোকান ঘর নির্মান করেছে আলমঙ্গী ও তার লোকজন।
স্থানীয় বাসিন্দা ও মসজিদের কোষাধ্যক্ষ শাহজাহান মিয়া জানান, যাতায়তের কারনে মসজিদটিতে মুসুল্লির সংখ্যা কমেগেছে। আমাদের দাবি সরকারী দখলকৃত এই যায়গাটি দখল মুক্ত করে মসজিদের জন্য রাস্তাটি উম্মুক্ত করে দেয়া হউক।
টঙ্গীবাড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম সোহান জানান, বিষয়টি লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত