মফস্বলে রিপটিং অনেক কঠিন, দক্ষতা নিয়ে সাংবাদিকতা করতে হবে: মহাপরিচারক পিআইবি

  শফিক স্বপন

প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২২, ১৮:২৯ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ২৩:৫৩

মফস্বলে রিপটিং অনেক কঠিন, দক্ষতা নিয়ে সাংবাদিকতা করতে হবে। এখন মফস্বল ও ঢাকার সাংবাদিকতা কোন পার্থক্য নেই মাদারীপুর জেলায় কর্মরত সাংবাদিকদের দুদিন ব্যাপী অনুসন্ধানমূরক রিপোর্টিং প্রশিক্ষণ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর সেমিনার কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষন সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরনের সময় প্রধান অতিথির বক্তব্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর মহা পরিচালক জাফর ওয়াজেদ  এ কথা বলেন।

তানি আরো বলেন এখন মফস্বল ও ঢাকার সাংবাদিকতা কোন পার্থক্য নেই। আগের দিনে মফস্বল বলা হতো, এখন আর মফস্বল বলতে কিছু নেই। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সাব এডিটর কাউন্সিল এর সভাপতি মামুন ফরাজী,  পিআইবি'র সিনিয়র প্রশিক্ষক শেখ মজলিশ ফুয়াদ।দুদিন বঢপি প্রশিক্ষন প্রদান করেন বৈশাখী টেলিভিশনের প্লানিং কনসালটেন্ট জুলফিকার আলী মানিক,ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শবনম আজিম।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর আয়োজনে দুদিন ব্যপী প্রশিক্ষণ অনুষ্ঠানে মাদারীপুরে জেলার ২৮ জন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অন লাইন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত