ভুইফোঁড় অনলাইন পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছেন সিয়াম 

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৯ আগস্ট ২০২১, ১০:১১ |  আপডেট  : ৩ মে ২০২৪, ১৩:২২

সম্প্রতি বেশকিছু ঘটনাকে কেন্দ্র করে দেশের শোবিজ অঙ্গন ‘উত্তাল’। এসব ঘটনায় যেমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে, তেমনি নানা গল্প ডালপালা মেলেছে।

এদিকে চিত্রনায়ক সিয়াম আহমেদকে নিয়ে বেশ কিছু কথা প্রচার হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এসব কথাকে ‘মিথ্যাচার বা বানোয়াট গল্প’ বলে দাবি করলেন ‘পোড়ামন ২’খ্যাত এই অভিনেতা। এমন কথা প্রচারে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানিয়ে এসবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।  

রোববার (৮ আগস্ট) রাতে সিয়াম আহমেদ তার অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানান।  

তিনি লেখেন, ‘সাম্প্রতিক কিছু ব্যক্তি এবং কিছু তথাকথিত ভুইফোঁড় অনলাইন পোর্টাল আমার নাম উল্লেখ করে কাল্পনিক গল্প থেকে শুরু করে নানাবিধ মিথ্যাচার ছড়িয়ে যাচ্ছেন। এটা বলা বাহুল্যমাত্র যে সমস্ত গল্পগাঁথা, মিথ্যাচার ও নোংরামো’র মূলত কোনো ভিত্তিই নেই। আমি এইসব ন্যক্কারজনক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ করছি। ’ 

দেশের প্রচলিত আইনে কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছেন বলেও জানিয়েছেন এই অভিনেতা।  

বিষয়টি উল্লেখ করে সিয়াম আরও জানান, ‘আমি বাংলাদেশের একজন আইন মান্যকারী নাগরিক। পেশায় একজন অভিনেতা এবং আইনজীবী। আমি স্পষ্ট জানাতে চাই যারা যারা এসব মানহানিকর কর্মকাণ্ড তথা এই কুৎসা রটনায় এখন পর্যন্ত জড়িত আমি প্রত্যেকের বিরুদ্ধে বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। (ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ দ্রষ্টব্য) আমি মনে করি, একজন আইন মান্যকারী নাগরিক হিসেবে আদালতের উপর বিচারের ভার ছেড়ে দেওয়াটাই সঠিক সিদ্ধান্ত। ’ 

সবশেষে এই তারকা তার ভক্ত অনুরাগীদের সাইবার বুলিইংয়ের বিরুদ্ধে সুতীব্র অবস্থান নেওয়ারও আহ্বান জানান। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত