ভিন্ন সময়ে আজ অনুশীলনে নামবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া

প্রকাশ: ১ আগস্ট ২০২১, ১০:৪৫ | আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ২০:১৯

রুম কোয়ারেন্টিন শেষে আজ প্রথমবারের মতো খোলা আকাশের নিচে অনুশীলন করবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। এক ভেন্যুতে অনুশীলন করলেও দেখা হবে না দুই দলের ক্রিকেটারদের। মিরপুর স্টেডিয়ামে ভিন্ন ভিন্ন সময়ে নিজেদের ঝালিয়ে নিবে দুই দল।
ইনডোরের ন্যাচারাল টার্ফ এবং শেরেবাংলার আউটফিল্ডে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্র্যাকটিস করবে মাহমুদউল্লাহ রিয়াদরা। আর বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ফ্লাডলাইটের আলোয় শেরেবাংলা ও বিসিবি ইনডোরে নিজেদের ঝালিয়ে নেবে অজিরা।
সোমবার (২ আগস্ট) বাংলাদেশের অনুশীলন শুরু হবে বিকেল ৪টায়। আর অস্ট্রেলিয়া নিজেদের ঝালিয়ে নিবে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত। এরপর ৩ আগস্ট সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।
এর আগে গত বৃহস্পতিবার সকালে জিম্বাবুয়ে সফরের শতভাগ সাফল্য নিয়ে দেশে ফিরেছে টাইগাররা। আর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজ জিতে বাংলাদেশে এসেছে অজিরা। ইনজুরি-কোয়ারেন্টিনের কারণে অস্ট্রেলয়া দলে নেই প্রথম সারির একাধিক তারকা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত