ভাষা শহীদদের প্রতি ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার (আইএসডি) শ্রদ্ধা জ্ঞাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৩ |  আপডেট  : ২৪ এপ্রিল ২০২৪, ০২:১৫

(ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২২) ভাষার মাসে ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শনে  ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) এর প্রাইমারি ও সেকেন্ডারি  শিক্ষার্থীগন পৃথক পৃথক অ্যাসেম্বলির আয়োজন করে। আইএসডি, ৩২ টি ভিন্ন জাতীয়তার এক বৈশ্বিক কমিউনিটি এবং সকলে এই অ্যাসেম্বলির মাধ্যমে নিজেদের ভাষার সম্পৃক্ততা ও বৈচিত্র উৎযাপন করে । প্লে গ্রুপ থেকে গ্রেড ১২ শিক্ষার্থী, অভিভাবক ও কর্মীরা অনলাইনে জুমের মাধ্যমে অ্যাসেম্বলিতে যোগ দেন ও এই উদযাপনে অংশগ্রহণ করেন ।

অ্যাসেম্বলিতে আইএসডির মেধাবী শিক্ষার্থীরা পিয়ানোতে ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো' যন্ত্রসঙ্গীত পরিবেশন সহ বেশ অসাধারণ কিছু পারফরমেন্স পরিবেশন করে। ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার (আইএসডি) পরিচালক টমাস ভ্যান ডের উইলেনের সমাপনী বক্তব্যের মাধ্যমে অ্যাসেম্বলিটি শেষ হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত