ভারতে ফের কমছে প্রাণহানি, সংক্রমণের হারও নিম্নমুখী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩ জুন ২০২১, ১১:১৯ |  আপডেট  : ২৩ নভেম্বর ২০২৪, ২১:২৩

ভারতে ফের করোনায় দৈনিক মৃত্যু তিন হাজারের কম হলো। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণ হারিয়েছেন দুই হাজার ৮৮৭ জন। এর আগে গত ৩১ মে পর্যন্ত টানা ৩৪ দিন ভারতে প্রাণহানি তিন হাজারের বেশি ছিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী পাওয়া গেছে এক লাখ ৩৪ হাজার। এ নিয়ে টানা ১০ দিনের মতো ভারতে সংক্রমণের হার ১০ শতাংশের কম হলো। বৃহস্পতিবার (৩ জুন) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ভারতে ২২ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। এই বছর শেষ হওয়ার আগে দেশটির সবাইকে টিকা প্রদানের লক্ষ্য নেওয়া হয়েছে। করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট তিন লাখ ৩৭ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন ভারতে। পাশাপাশি মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ৮৪ হাজার ছাড়িয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত