ভারতের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ ব্যর্থ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২১, ০৮:২৬ |  আপডেট  : ২৩ নভেম্বর ২০২৪, ১৪:৩০

সফল হলো না ভারতের ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ। সোমবার ওড়িশার উপকূল থেকে উৎক্ষেপণের কিছুক্ষণ তা পড়ে যায়। অর্থাৎ যে প্রত্যাশা করা হয়েছিল, তা পূরণ হয়নি। খবর হিন্দুস্তান টাইমস এর।

জানা গেছে, উৎক্ষেপণের অল্প সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্র ভেঙে পড়ে যায়। কী কারণে ব্যর্থ হলো, তা খতিয়ে দেখবে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরওডি) এবং ব্রহ্মস এরোস্পেস কর্পোরেশনের একটি যৌথ দল।

এমনিতে ভারতের অন্যতম ভরসাযোগ্য ক্ষেপণাস্ত্র হলো ব্রহ্মস। পরীক্ষামূলক উৎক্ষেপণের সময়ও যা খুব কমবারই সাফল্য লাভ করতে পারেনি। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে ২০০৫ সালে তৈরি হওয়া এই ব্রহ্মস মিসাইল ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেয়া হয়েছিল।

এবার সেটিকেই নতুন প্রযুক্তিতে আরো শক্তিশালী করে তোলা হয়েছে। আগে ৩০০ কিলোমিটারের কম দূরত্বের লক্ষ্যে নিশানা হানত। আপাতত সেই ক্ষেপণাস্ত্র ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যে নিশানা হানতে পারে। সেইসাথে সুপারসনিক গতিতে লক্ষ্যের দিকে ধেয়ে যায়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত