গ্রেপ্তার ৫

ভারতের অমৃতসরে স্বর্ণমন্দিরের পাশে বিস্ফোরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৩, ১১:১৬ |  আপডেট  : ২৭ ডিসেম্বর ২০২৪, ১৪:০৬

ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে স্বর্ণমন্দিরের পাশে বিস্ফোরণের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে। এ নিয়ে গত পাঁচ দিনের মধ্যে স্বর্ণমন্দিরের আশপাশে তিনবার বিস্ফোরণের ঘটনা ঘটল।

অমৃতসরের হেরিটেজ স্ট্রিটের কাছে দিবাগত রাত একটার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এর মাত্রা তুলনামূলক কম ছিল। এর আগে ৬ মে প্রথমবার এবং গত সোমবার দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে।

সর্বশেষ বিস্ফোরণটি যেখানে ঘটেছে, সেই জায়গা স্বর্ণমন্দির থেকে মাত্র দুই কিলোমিটার দূরে। জায়গাটি জনপ্রিয় পর্যটনস্থল হিসেবে পরিচিত।

বিস্ফোরণস্থল থেকে ফরেনসিক নমুনা সংগ্রহ করেছেন ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এবং পাঞ্জাব পুলিশের সদস্যরা। প্রাথমিক তদন্তে দেখা গেছে, হেরিটেজ স্ট্রিটে দুটি বিস্ফোরণের ঘটনায় পানীয়র ক্যানে ভরে বিস্ফোরক রাখা হয়েছিল।

গত সোমবারের বিস্ফোরণে একজন আহত হয়েছিলেন। সেই সঙ্গে পাশের কয়েকটি ভবনের কাচ ভেঙে পড়ে। এ ছাড়া হতাহতের আর কোনো খবর পাওয়া যায়নি।

পাঞ্জাব পুলিশের মহাপরিচালক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অমৃতসরে একের পর এক বিস্ফোরণের ঘটনার সমাধান করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত