ভাঙ্গায় দিনব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

প্রকাশ: ৫ জুন ২০২১, ১৬:৫৫ | আপডেট : ৯ মে ২০২৫, ০৬:১২

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় দিনব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কে.এম কলেজ মাঠে শনিবার সকালে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম.হাবিবুর রহমান আল হাবিব। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা: নুরুল্লা মো: আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ফাহিমা কাদের চৌধুরি, উপজেলা প্রাণি সম্পাদ কর্মকর্তা ডা. মো. রেজাউল করিম। উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ প্রদর্শনীর আয়োজন করে।
উন্নত জাতের প্রানী প্রদর্শনের মাধ্যমে ক্ষুদ্র খামারী ও উদ্যোক্তা তৈরি করা, বিজ্ঞান ভিত্তিক লালন পালন কৌশল অবহিত করার মাধ্যমে জন সাধরনের জন্য নিরাপদ প্রানীজ আমিষ সরবরাহ নিশ্চত করার লক্ষ্যে এর আয়োজন করা হয়। মেলায় ভাঙ্গা উপজেলার অর্ধশত খামারীর উন্নত জাতের গরু , মহিষ, ভেড়া, ছাগল, হাঁস, মুরগী, কবুতর ও বিভিন্ন প্রজাতির প্রাণি প্রদর্শনী করা হয়। এ ছাড়াও প্রদর্শনীতে রয়েছে বিভিন্ন প্রযুক্তি প্রানীজাত পন্যের, খাদ্য ঔষধের ষ্টল। রয়েছে বিভিন্ন প্রানির টিকা, চিকিৎসাসেবা সহ লালন পালন বিষয়ক সেবা পরামর্শ। প্রদর্শন শেষে খামারিদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত