বেগুন গাছে গ্রাফটিং করে টমেটো চাষ, ফলনে বাজিমাত
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ১২:২৭ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ১২:০২
বেগুনগাছে গ্রাফটিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন টমেটো চাষ করে তাক লাগিয়ে দিয়েছে মেহেরপুরের হিজুলী গ্রামের ফারক হোসেন। কৃষি বিভাগের সার্বিক সহায়তায় পরিক্ষামূক ভাবে শুরু হয়েছে গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষ। এরই মধ্যে অভাবনীয় সফলতা পেয়েছেন কৃষক ফারুক হোসেন। গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষে আশার আলো দেখছেন এ জেলার কৃষকরা।
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের হিজুলী গ্রামে ফারুক হোসেন ৫ কাঠা জমিতে বারি হাইব্রিড ৮ জাতের টমেটো চাষ করেছেন গ্রাফটিং পদ্ধতিতে। কাঁচা-পাকা টমেটোয় ছেয়ে আছে পুরো জমি জুড়ে। ইতিমধ্যে প্রায় ৩০ হাজার টাকার টমেটো বিক্রিও করেছেন তিনি। আরও ৫০ হাজার টাকার বিক্রির আশা করছেন ফারুক।
তিনি জানান, মেহেরপুর সদর উপজেলা কৃষি বিভাগের সহযোগীতায় প্রথম অবস্থায় পরিক্ষামূলকভাবে ৫ কাঠা জমিতে গ্রাফটিং করেছি। ফলন ও পর্যাপ্ত দাম পাচ্ছি। আগামীতে আরও ১ বিঘা লাগানোর পরিকল্পনা করছি।
মেহেরপুর সদর উপজেলা কৃষি বিভাগের উপ সহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, বেগুন চারার গোড়ার দিকের অংশের সঙ্গে টমেটোর চারার ওপরের দিকের অংশ জোড়া দিয়ে করা হয় গ্রাফটিং। এভাবে লাগানো টমেটোর চারা বড় হয়ে ঢলে পড়ে না, রোগ বালাইও তেমন হয় না। উপরন্ত ফলন মেলে প্রচুর। সাধারণ একটি গাছে ৫ থেকে ১০ কেজি টমেটো মেলে। কিন্তু গ্রাফটিং পদ্ধতিতে চাষ করা প্রতিটি গাছে মেলে ২০ থেকে ২৫ কেজি টমেটো। গ্রাফটিং করা টমেটো গাছ পানি সহনীয়। ফলে ভারি বৃষ্টিতেও এই টমেটো গাছ নষ্ট হয় না।
গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষ দেখতে আসছেন স্থানীয় বেশ কিছু কৃষক। অসময়ে টমেটো বাজারে বেশ চড়া মূল্যে বিক্রি হচ্ছে। বেশ কিছু কৃষক ইতিমধ্যে গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষ করতে আগ্রহী হয়েছেন। স্থানীয় কৃষক রবিউল ইসলাম দেখতে এসেছিলেন টমেটো। তিনি বলেন, গ্রাফটিং পদ্ধতিতে এতো বেশি ফলন দেয় আমার জানা ছিল না। সেই সাথে একই গাছে বেগুনও ধরেছে। আমি নিজেও এই পদ্ধতিতে চাষ করবো বলে প্রস্তুতি নিচ্ছি।
মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসরিন পারভিন বলেন, আমাদের পক্ষ থেকে কৃষকদের সার্বিক পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান করা হয়। কৃষি বিভাগের পরামর্শ গ্রহণ করে গ্রাফটিং পদ্ধতিতে টমেটো জাত বারি-৮ চাষ করে সফলতার মুখ দেখেছেন কয়েকজন কৃষক। মেহেরপুরে এ জাতের টমেটোর চাষ তেমন ছিল না। বর্তমানে কৃষকরা টমেটো চাষে উৎসাহিত হচ্ছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত