বুক সমান পানিতে দাঁড়িয়ে স্থানীয়রাই বাঁধছেন বেড়িবাঁধ!
প্রকাশ: ২৯ মে ২০২১, ২১:২৩ | আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৬:১৩
খুলনার পাইকগাছায় সোলাদানা ইউনিয়নে ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ স্বেচ্ছাশ্রমে সংস্কার করছেন স্থানীয় বাসিন্দারা।
উপজেলার হরিখালী শিবসা নদীর তীরে অবস্থিত ওয়াপদার বাঁধ প্রবল জোয়ারের পানির চাপে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়।
ভেঙ্গে যাওয়া বাঁধ দিয়ে পানি গ্রামে প্রবেশ করে বিস্তীর্ণ এলাকার চিংড়ি ঘেরও ক্ষতিগ্রস্থ হয়।
ক্ষতিগ্রস্থ এলাকা মেরামতের জন্য খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী নির্দেশনায় কাজ শুরু হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত