বিয়ে করতে রাজি না হওয়ায় পাকিস্তানে খুন ব্রিটিশ নারী
প্রকাশ: ৫ মে ২০২১, ১২:২৩ | আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১৩:০২
বিয়ে করতে রাজি না হওয়ায় পাকিস্তান বংশোদ্ভূত এক ব্রিটিশ নারী নির্মম নির্যাতনের শিকার হয়ে নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্কাই নিউজ।
জানা যায়, লাহোরে এই ঘটনা ঘটেছে। মারিয়া জুলফিকার (২৫) নামে ওই নারী পাকিস্তানি বংশোদ্ভূত একজন ব্রিটিশ নাগরিক। তার বন্ধু মোহাম্মাদ নাজির স্থানীয় পুলিশকে জানান, এক ব্যক্তি মারিয়াকে বিয়ে করতে চেয়েছিলেন। সেজন্য তিনি আমার বন্ধুকে নানাভাবে হুমকিও দিতো। এমনও বলতো যে, বিয়ের প্রস্তাবনায় মানা করলে পরিণতি ভয়াবহ হবে।
পাকিস্তানি গণমাধ্যম ডনের বরাতে জানা যায়, মারিয়া জুলফিকারের দেহে গুলির চিহ্ন পেয়েছে পুলিশ। এছাড়া তার দেহে আঘাতের আলামতও পাওয়া গেছে।
এ প্রসঙ্গে পুলিশ কর্মকর্তা কাশিম বলেন, কেনো তার মৃত্যু হয়েছে সে সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। তার কাধে আমরা বুলেটের আঘাত পেয়েছি। ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এখন পর্যন্ত ২ জনকে আমরা জিজ্ঞাসাবাদ শুরু করেছি।
মারিয়া জুলফিকার যুক্তরাজ্যের ফেলথাম শহরের বাসিন্দা। মিডেলসেক্স ইউনিভার্সিটিতে তিনি আইন বিষয়ের শিক্ষার্থীদের ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত