বিশ্ব মৃত্তিকা দিবসের পুরস্কার পেলেন উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু
প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২২, ১৭:৪৯ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৫:৩৩
বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে কৃষিতে অবদান রাখার জন্য বগুড়ার নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু পুরস্কার পেয়েছে। বুধবার বিকেলে উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু এতথ্য নিশ্চিত করেন। গত সোমবার রাজধানীর খামারবাড়িতে কেআইবি মিলনায়তনে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে সয়েল কেয়ার অ্যাওয়ার্ড ও বিশ্ব মৃত্তিকা দিবস পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ সন্মাননা দেওয়া হয়।
মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট এবং খাদ্য ও কৃষি সংস্কার (এফএও) সহযোগিতায় কৃষি মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। কৃষিতে নানামুখী ইনোভেটিভ সেবা উদ্ভাবন ও তার ব্যবহার এবং মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার, ভার্মি কম্পোস্ট উৎপাদন, ট্রাইকো কম্পোস্ট উৎপাদনসহ কৃষকদের প্রশিক্ষিত করে গড়ে তোলার স্বীকৃতি স্বরূপ তাকে এ পুরস্কার দেয়া হয় । এসময় তার হাতে পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু জানান, এই অর্জন সকল কৃষক এবং কৃষি উদ্যোক্তাদের। এই পুরস্কার আমার আরও দায়িত্ববোধ বাড়িয়ে দিয়েছে। আগামীদিনে কৃষি ও কৃষকের পাশে থেকে কাজ করে যেতে চাই ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত