বিমান বিধ্বস্তের ঘটনায় খালেদা জিয়ার শোক, হতাহত ব্যক্তিদের পাশে থাকতে নেতা–কর্মীদের নির্দেশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১০:৫৯ |  আপডেট  : ১৩ অক্টোবর ২০২৫, ২১:২৪

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

খালেদা জিয়া এ ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। সেই সঙ্গে তিনি শোকার্ত পরিবারগুলোর জন্য দোয়া করেছেন। নিহত ব্যক্তিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ দগ্ধ হয়ে মূমুর্ষু অবস্থায় যাঁরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

বিএনপির চেয়ারপারসন দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিবারের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের রক্ত দেওয়ার জন্য দলের সব পর্যায়ের নেতা–কর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত