বিদ্রোহী কবির জন্ম দিবসে দুটি ছড়া ​​​​​​​

  বিচিত্র কুমার

প্রকাশ: ২৫ মে ২০২১, ১৬:১২ |  আপডেট  : ২৭ এপ্রিল ২০২৪, ০৩:৩৩

নজরুল তুমি


নজরুল তুমি বিদ্রোহী কবি
শোষণের কবি নীপিড়নের কবি,
প্রাণের কবি গানের কবি
তুমি সাম্যের কবি।

তুমি মা মাটি মানুষের কবি
সকলের প্রিয় নজরুল,
প্রেমের কবি বিরহের কবি
তুমি কবি বুলবুল।


বিদ্রোহী নজরুল

খুকু এঁকেছে রঙতুলিতে
ঝাঁকড়া চুলের নজরুল,
আলোয় ঘেরা এক সমুদ্র
গানের পাখি বুলবুল। 

কত লিখেছে গল্প প্রবন্ধ 
উপন্যাস ছড়া কবিতা গান,
দু'হাতে তার বাঁশির সুরে
গাইছে সাম্যের জয়গান।

সব মানুষের কবি তিনি
এক উজ্জীবিত ফুল,
বাংলাদেশের প্রিয় কবি
বিদ্রোহী নজরুল।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত