বিকেল থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২১, ১৩:১৪ |  আপডেট  : ২১ এপ্রিল ২০২৪, ১৬:১৮

২৩ জুন মধ্যরাত থেকে বন্ধ থাকা যাত্রীবাহী ট্রেন চলাচল আবারও শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে। যার জন্য মঙ্গলবার (১৩ জুলাই) বিকেল থেকে শুরু হচ্ছে অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রম।

সোমবার (১২ জুলাই) রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানান, স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার থেকে অর্ধেক আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হবে।

এদিকে, ট্রেনে চলাচলকারী যাত্রীদের জন্য বাংলাদেশ রেলওয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছে। যার মধ্যে রয়েছে- প্রতিটি ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। নন কম্পিউটারাইজড স্টেশনের টিকিট ওই স্টেশন কাউন্টার থেকে কিনতে হবে। সব অগ্রীম টিকিট যাত্রার পাঁচ দিন আগে যাত্রীরা কিনতে পারবেন। অনলাইনে কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না।

নির্দেশনার মধ্যে আরও রয়েছে- কমিউটার ট্রেনের টিকিট যথারীতি নির্দিষ্ট বক্স কাউন্টার থেকে দেওয়া হবে। টিকিটবিহীন কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে পারবেন না।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত