বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে তুলে নেওয়ার অভিযোগ
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৩, ১০:৪০ | আপডেট : ২ জানুয়ারি ২০২৫, ২৩:৫৭
বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে ১২টার দিকে তার বোনের বাসা থেকে তুলে নেওয়া হয়।বিষয়টি নিশ্চিত করে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, ১৫ থেকে ২০ জনের একটি দল গোয়েন্দা পুলিশ পরিচয়ে শামসুজ্জামান দুদুর বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে তাকে তুলে নিয়ে যায়।
এর আগে গত ২৮ অক্টোবর সরকারের পদত্যাগের এক দফা দাবিতে নয়াপল্টনে মহাসমাবেশের ডাক দেয় বিএনপি। মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলের কর্মীদের সংঘর্ষ হয়। পরদিন ২৯ অক্টোবর বিএনপি ও জামায়াত সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। এতে সমমনা দলগুলোও সমর্থন দেয়।
পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মোয়াজ্জেম হোসেন আলালসহ প্রায় ১৫ জন শীর্ষ নেতাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর দেশব্যাপী টানা তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো। এবার ৫ ও ৬ নভেম্বর ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে তারা, যা শেষ হবে মঙ্গলবার (৭ নভেম্বর) ভোর ৬টায়।
মঙ্গলবার বিরতি দিয়ে সপ্তাহের শেষ দুই দিন বুধ ও বৃহস্পতিবার আবারও অবরোধ কর্মসূচি দেওয়া হবে বলে তথ্য পাওয়া গেছে বিএনপি ও যুগপৎ আন্দোলনের সঙ্গী দলগুলোর পক্ষ থেকে।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত