বিএনপি ছাড়লেন দুই সাবেক সামরিক কর্মকর্তা
প্রকাশ: ২৯ জুন ২০২১, ১৬:২৬ | আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১৪:১৯
একযুগেরও বেশি সময় ক্ষমতার বাইরে থাকা বিএনপির রাজনীতি থেকে পদত্যাগ করলেন দলটির কেন্দ্রীয় দুই নেতা৷ তারা দুজনই সাবেক সামরিক কর্মকর্তা।
এদের একজন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কর্নেল অব. মো. শাহজাহান মিয়া ও বর্তমান নির্বাহী কমিটির সদস্য মেজর অব. হানিফ।
মঙ্গলবার দুপুরে একটি ই-মেইল বার্তায় তারা দু’জন পদত্যাগের বিষয়টি জানান। যদিও তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। দুজনই ফোন রিসিভ করেননি।
ই-মেইল বার্তায় কর্নেল অব. মো. শাহাজাহান জানান, আমি মো. শাহজাহান মিয়া বিএনপির ২০১৬ সালের কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। আমি ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করি। স্বাস্থ্যগত কারণে আমি গত ২৮ জুন বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে পদত্যাগ করলাম।
বিএনপির বর্তমান কমিটির নির্বাহী সদস্য মেজর অব. হানিফও একই বক্তব্য জানিয়ে দল থেকে পদত্যাগ করেছেন।
বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, এ বিষয়ে আমি এখন পর্যন্ত কিছু জানি না। আপনাদের কাছ থেকে শুনলাম।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত