বিএনপি করবে রাষ্ট্র মেরামত, কাদেরের বিস্ময়

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২, ১৪:৫৯ |  আপডেট  : ২ জানুয়ারি ২০২৫, ১৪:৩১

ফাইল ছবি

রাষ্ট্র মেরামতের রূপরেখা তৈরি করা হচ্ছে বলে বিএনপির এক নেতা যে বক্তব্য দিয়েছেন তাতে বিস্ময় প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) যুব মহিলা লীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেওয়ার সময় বিস্ময় প্রকাশ করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, 'বিএনপির এক নেতা বলেছেন রাষ্ট্র মেরামতের রূপরেখা তৈরি করছে। রাষ্ট্র মেরামতের রুপরেখা আপনারা তৈরি করবেন? বিএনপি তৈরি করবে! জাতির পিতা হত্যা হয়েছে যাদের হাতে, ১৫ আগস্টে রক্তের দাগ যাদের হাতে, ২১ আগস্টের রক্ত যাদের হাতে, আমাদের ২১ হাজার নেতাকর্মী রক্ত যাদের হাতে এখনো রয়েছে। যারা আমাদের সংবিধানিক পবিত্র সংবিধান এক কলমের খোঁচায় সেদিন পরিবর্তন করেছিল, পঞ্চদশ সংশোধনী, বঙ্গবন্ধু হত্যার বিচার হবে না। এরা করবে রাষ্ট্র মেরামত?

'যারা দণ্ডিত হয়েছে, ২০০৭ সালে সারাজীবন রাজনীতি করব না, এই কথা বলে মুচলেকা দিয়ে লন্ডনে চলে যান তিনি হবেন আপনাদের নেতা? ১০ ডিসেম্বর থেকে তিনি নাকি দেশ চালাবেন, ১০ ডিসেম্বর বেগম খালেদা জিয়া নাকি দেশ চালাবেন? কোথায়?'

নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রস্তুত হয়ে যান, মোকাবিলা হবে। আবারও সংগ্রাম, আবারও আন্দোলন। মোকাবিলা হবে। আবারও মোকাবিলা হবে। আন্দোলনে হবে, নির্বাচনীয় হবে, প্রস্তুত হয়ে যান।’ কাদের বলেন, 'আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে, বান্দা তার কি করতে পারে?'

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না। আল্লাহ দুইজন মানুষের সৃষ্টি করেছেন এদেশে। একজনকে স্বাধীনতা দেওয়ার জন্য, আরেকজনকে মানুষের মুক্তির জন্য। স্বাধীনতা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তির সংগ্রামের আপোষহীন কাণ্ডারি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।'

সড়ক পরিবহন ‍ও সেতুমন্ত্রী বলেন, 'তখন বিএনপি জোট সরকার ক্ষমতায়, ধানমন্ডি ৩২ নম্বরে আমার মনে আছে বঙ্গবন্ধু-কন্যা আমাদের আশার বাতিঘর, আমাদের স্বপ্নের বর্নিল ঠিকানা, আমাদের পূর্ব পৃথিবীর সূর্য, মানবতার বাতিঘর দেশরত্ন শেখ হাসিনা যুব মহিলাদের সংগঠিত করতে সেদিন এই যুব মহিলা লীগের গোড়াপত্তন করেছিলেন। যুব মহিলা লীগ শেখ হাসিনা আবিষ্কার। বিস্ময়কর আবিষ্কার।'

কাদের বলেন, '১৯৭৫ সালে বিশ্বাসঘাতকতার ষড়যন্ত্রের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে বাংলার মাটিতে।'

যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনে আরও উপস্থিত আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. দীপু মনি, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুর সোবহান গোলাপ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত