বিএনপির সমাবেশ ঘিরে শাহবাগে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ১৬:২৫ |  আপডেট  : ৪ জানুয়ারি ২০২৫, ২০:৪৭

রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ ঘিরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা। তবে ছাত্রলীগের নেতারা বলছেন, এটি বিএনপির কর্মসূচির পাল্টা কোনো কর্মসূচি নয়। ঐতিহাসিক গণ–অভ্যুত্থান দিবস স্মরণে তারা শাহবাগে সমাবেশ করবে।

গণতন্ত্র পুনরুদ্ধারসহ ১০ দফা দাবিতে আজ বুধবার বেলা ২টায় নয়াপল্টনে বিএনপির সমাবেশ কর্মসূচি শুরু হয়েছে। আর আড়াইটা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিকেল পাঁচটা পর্যন্ত ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে অবস্থান করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির ও সাধারণ সম্পাদক তানভীর হাসান এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন। 

তবে রাজনীতির নামে বিএনপি অগ্নি-সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে তাদের উপযুক্ত জবাব দিতে ছাত্রলীগ সব সময় প্রস্তুত রয়েছে।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত