বিএনপির সকল নেতা কর্মীর মুক্তি হবে- শামা ওবায়েদ
প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৩, ১৭:০৫ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ১৯:৫৮
বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্র মেরামতের রুপরেখা বাস্তবায়নের লক্ষ্যে রবিবার বিকালে শহরের চৌরাস্কা এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট জাফর আলী মিয়ার সভাপতিত্বে এবং মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান এর সঞ্চালনায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা আলহাজ্ব জহিরুল হক শাহাজাদা মিয়া। বিশেষ অতিথী ছিলেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির কেন্দ্রীয় সহগনশিক্ষা সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। ইটালী বিএনপি নেতা বাবু হাওলাদার,মাদারীপুর জেলা যুবদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম লিটু,মাদারীপুর জেলা ছাত্রল ও যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান মুরাদ,মাদারীপুর জেলা স্বচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক এডভোকেট মাসুদ পারভেজ প্রমুখ। সমাবেশে বক্তারা আগামী ১১ তারিখ ফরিদপুরে অনুষ্ঠিতব্য অবস্থান কর্মসূচী সফল করে বিএনপি চেয়ারপার্সন বেগম ৎালেদা জিয়া সহ বিএনপির সকল নেতা কর্মীর মুক্তির দাবী জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত