বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীনগরে আলোচনা সভা অনুষ্ঠিত
নজরুল ইসলাম শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১১ | আপডেট : ৫ নভেম্বর ২০২৫, ২৩:৪৪
মুন্সীগঞ্জের শ্রীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টায় শ্রীনগর ছনবাড়ী বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরণ।
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাঃ সম্পাদক দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলার সাবেক সাঃ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আজিজুল হক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাহাতুল ইসলাম রিপন ভুইয়া,বিএনপি নেতা খালেক শিকদার,শাহ আলম।
এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম খান লিয়াকত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম পীর খোকন,জেলা যুবদল নেতা মহিউদ্দিন হোসেন, সিরাজদিখান উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইকবাল হোসেন, শ্রীনগর উপজেলা যুবদলের সাবেক সাঃ সম্পাদক মতিউর রহমান মতিন, শ্রমিকদলের নজরুল ইসলাম, বাদশা, পিয়ার আলী,বাড়ৈখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুঞ্জুর দেওয়ান হাসাড়ার সভাপতি মুনসুর মাঝি, হাসাড়া ইউ পি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী , বীরতারা সভাপতি সোহরাব হোসেন, ষোলঘরের সভাপতি নাসির দেওয়ান, শ্রীনগরের সভাপতি আবু তাহের, বাঘড়ার সভাপতি শামসুল হক খান,সাঃ সম্পাদক তাজেল মাদবর, ভাগ্যকুলের সভাপতি আবুল তালুকদার, রাঢ়ীখালের সভাপতি কফিল উদ্দিন বেপারী,কোলাপাড়ার সভাপতি লুৎফর রহমান অরুন,পাটাভোগের সভাপতি আমির আলী মৃধা,তন্তরের সভাপতি জিয়াউল হক প্যারিসসহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত