বাগেরহাটে ৯ দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণ শুরু 

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ১৮:০৬ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ১৮:০০

বাগেরহাটে হিন্দু আইন ও পূজা পদ্বতি সংক্রন্তে ৯ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রাক্তন মন্ত্রী শ্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতাবৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় বাগেরহাট রামকৃষ্ণ আশ্রমের পাঠাগার মিলনায়তনে গতকাল সকালে এ প্রশিক্ষণের আয়োজন করে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট। জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) মুক্তি গয়ালীর সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্ভোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন, রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী গুরুসেবানন্দ, জেলা হিন্দু কল্যান ট্রাস্টের সহকারী পরিচালক নকুল চন্দ্র বর্মন, ধর্মীয় নেতা এ্যাড: মিলন ব্যানার্জী, অমিত রায়, অবনিশ চক্রবর্ত্তী সোনা, বাবুল সরদার, প্রদীপ বসু সন্তু, গৌতম বাবু, জ্ঞান রঞ্জন চক্রবর্ত্তী, সাধন চক্রবর্ত্তী, তরুণ আচার্য। এ প্রশিক্ষণে অর্ধশত পুরোহিত ও সেবাইত অংশ গ্রহন করছেন।  

প্রধান অতিধির বক্তব্যে এমপি নারায়ন চন্দ্র চন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধের আদর্শে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করছেন। তবে মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী একটি মহল পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত করছে। এদের বিষয়ে সবসময় সর্তক থাকতে হবে। সন্মিলিতভাবে ওই অপশক্তিকে প্রতিহত করতে হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত