চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবি

বাগেরহাটে ৪৮ ঘন্টা হরতাল ও সড়ক অবরোধের ডাক

  স্টাফ রিপোটার,বাগেরহাট

প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪১ |  আপডেট  : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৪

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে আজ থেকে (বুধ-বৃহস্পতিবার) মোংলা বন্দরসহ জেলাব্যাপী ৪৮ঘন্টা সর্বাত্মক হরতাল, সড়ক-মহাসড়ক অবরোধের কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি জামায়াতসহ সর্বদলীয় সম্মিলিত কমিটি। দুইদিনের এই হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচির সমর্থনে জেলা সদর,  উপজেলা ও পৌর শহরগুলোতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট শহরের দশানী ট্রাফিক মোড় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসসহ বিভিন্ন দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখক সাধারণ মানুষও অংশ গ্রহন করেন। 

সংসদীয় আসন বহালের দাবিতে মোংলা বন্দরসহ বাগেরহাট জেলাব্যাপী ৪৮ঘন্টা সর্বাত্মক হরতাল- সড়ক অবরোধের সমর্থনে প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য বাখেন, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, জেলা জামায়েতের আমীর মাওলানা রেজাউল করিম, নায়েবে আমীর এ্যাড. শেখ আব্দুল ওয়াদুদ, সেক্রেটারী শেখ মুহাম্মদ ইউনুস, জেলা বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ আসাফুদৌলা জুয়েল, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, জেলা জামায়াতের যুব বিষযক সম্পাদক এস এম মঞ্জুরুল হক রাহাত।

সমাবেশে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, নির্বাচন কমিশন বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে জনগণের আশা-আকাক্সক্ষাকে উপেক্ষা করেছে। বাগেরহাট একটি গুরুত্বপূর্ণ জেলা, ভৌগোলিক অবস্থা, জনসংখ্যা, মোংলা বন্দর, ইপিজেড- শিল্পাঞ্চল ও দুটি ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইডসহ ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় চারটি আসন বহাল রাখা প্রয়োজন। একটি আসন কমে গেলে রাজনৈতিক প্রতিনিধিত্বের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, চাকরি ও বিভিন্ন সরকারি সেবায় বাগেরহাটবাসী বঞ্চিত হবে।

বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম বলেন, বাগেরহাটবাসীর স্বার্থ রক্ষার এই আন্দোলন কোনো দলীয় আন্দোলন নয়, এটি জনস্বার্থের আন্দোলন। নির্বাচন কমিশনকে অবিলম্বে আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্ত প্রত্যাহার করে বাগেরহাটের চারটি আসন বহাল রাখতে হবে। তা না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।

বক্তারা, নির্বাচন কমিশন বাগেরহাট জেলায় সংসদীয় আসন কমানের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বুধ ও বৃহস্পতিবার মোংলা বন্দরসহ জেলাজুড়ে একটানা ৪৮ঘন্টা সর্বাত্মক হরতাল- সড়ক অবরোধ কর্মসূচি পালিত হবে। বাগেরহাটের মানুষের আশা-আকাঙ্খার প্রতি প্রদ্ধা জানিয়ে চারটি আসন বহাল রাখার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানান বক্তারা। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত