বাগেরহাটে ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৭, মৃত্যু একজন
প্রকাশ: ৬ জুন ২০২১, ১৯:৩৫ | আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ১৬:৪৩
বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এই নিয়ে বাগেরহাট জেলায় ১ হাজার ৭৫২ জনের করোনা সংক্রান্ত হল। মারা গেছে ৪৫ জন। বাগেরহাট সদর হাসপাতালে ১৭জন করোনা আক্রন্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। দিন দিন করোনা সংক্রামন বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।
রবিবার (৬ জুন) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, গত দশদিন যাবত বাগেরহাটে করোনা সংক্রমন বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে মোংলা ও মোরেলগঞ্জে। সদরেও সংক্রমনের হার কিছুটা বৃদ্ধি পেয়েছে। মোংলায় ৭০ শতাংশ এবং জেলায় সংক্রমনের হার ৪৫ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেষণা অনুযায়ী সকল বিধি নিষেধ প্রয়োগ করে আমরা চেষ্টা করছি সংক্রমনের হার নিম্নমুখী রাখতে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত