বাগেরহাটে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২ অক্টোবর ২০২১, ১৯:৩০ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৭:২৯

বাগেরহাটে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ অক্টোবর) বিকেলে বাগেরহাট শহরের সম্মিলনি মোড়স্থ জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ জামির হোসেন।

বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত‘র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ সালাম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শেখ তৈয়াবুর রহমান, যুগ্ন সম্পাদক ডি. জেড এম হাসান বিন সোহাগ, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান মুন্না, এসএম গালিব ইমতেয়াজ নাহিদ। কর্মীসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট পৌর বিএনপির সাবেক সভাপতি শাহেদ আলী রবি, বাগেরহাট জেলা আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. আব্দুল মান্নান, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শাহিদা আক্তার, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক নূরে আলম ভুইয়া তানু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জুয়েল, স্বেচ্ছাসেবক দল নেতা জামিল আক্তার মিঠু, মোহসিন পারভেজ, বাগেরহাট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হুদা, বাগেরহাট জেলা ছাত্র দলের সভাপতি ইমরান খান সবুজ, সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ, বাগেরহাট পৌর যুবদলের আহবায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব ওমর আলী মুন্না, সদর উপজেলা যুবদলের আহবায়ক জসিম সরদার, সদস্য সচিব শেখ মহিদুল ইসলাম, জয়নাল পারভেজ সুমন প্রমুখ।

এদিন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ, শরণখোলা, কচুয়া, বাগেরহাট সদর উপজেলা, মোরেলগঞ্জ ও বাগেরহাট পৌরসভার কর্মীসভা অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত