বাগেরহাটে সাংবাদিকদের দুইদিন ব্যাপি কর্মশালা শুরু

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ৫ নভেম্বর ২০২১, ২০:২৮ |  আপডেট  : ১৯ নভেম্বর ২০২৪, ২২:১০

বাগেরহাটে গনমাধ্যমকর্মীদের অংশ গ্রহনে “সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ" শীর্ষক দুই দিন ব্যাপি কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ সরকার ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ অর্থয়নে ব্রিটিশ কাউন্সিলের তত্ত্বাধানে পরিচালিত প্লাটফরম ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের উদ্যোগে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের আয়োজনে শুক্রবার সকালে অনলাইন প্লাটফরমে অনুষ্টিত এই প্রশিক্ষন কর্মশালায় সভাপতিত্ব করেন, এনআইএমসি’র মহাপরিচালক শাহিন ইসলাম। 

প্রধান অতিথি ছিলেন, মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্তি সচিব এবং পিফরডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. গোলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম-সচিব আয়েশা আক্তার, পিফরডি প্রকল্পের টীম লিডার মি: আর্সেন স্টেফেনিয়ন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্ব্বিক) খোন্দকার রিজাউল করিম। অনুষ্টন স লনা করেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) ও পিফরডি ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. মুনজুরুল আলম। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক আবুজার গাফ্ফারী, উপ-পরিচালক (প্রশাসন) সোহেল রানা, জাহিদ রিপন, সোহেল পারভেজ, সুমনা পারভীন, গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মেহেদী হাসান, সহকারী তথ্য কর্মকর্তা বিশ্বজিৎ সরকার, আবুল কালাম, বাগেরহাট পলিসি ফোরামের সভাপতি বাবুল সরদার, প্লাটফরম ফর ডায়ালগ (পিফর ডি) খুলনার আ লিক সমš^য়ক কামরুল হাসান, বাগেরহাটের ফ্যাসিলেটেটর গোপিনাথ সাহাসহ প্রশিক্ষনার্থী গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

প্রশিক্ষনে বাগেরহাটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৩০ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহন করেছে। দুইদিন ব্যাপি এই প্রশিক্ষনে সাংবাদিকদের সরকার গৃহীত ৫ টি কৌশল পত্র : জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার, সেবা প্রদান প্রতিশ্রুতি, অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তি বিষয়ে রিপোটিং কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের গুরুত্ব ও সাংবাদিকদের করনীয় সম্পর্কে অবহিত করা হয়। পিফরডি প্রকল্পের মূল উদ্দেশ্য জনগণকে সম্পৃক্ত করে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করা ও সরকারী কর্মকান্ডে জবাবদিহিতা নিশ্চিত করা। শনিবার সমাপনি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রশিক্ষন সমাপ্ত হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত