বাগেরহাটে শুরু হলো অনূর্ধ্ব ১৫ বছর বয়সী আবাসিক ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৪ | আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৬:২৬
ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে বাগেরহাটে শুরু হয়েছে অনূর্ধ্ব ১৫ বছর বয়সী আবাসিক ফুটবল প্রশিক্ষন ক্যাম্প। শনিবার বিকাল ৪ টায় বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে ৫দিন ব্যাপী এই আবাসিক ফুটবল প্রশিক্ষন ক্যাম্পের উদ্বোধন করেন বাগেরহাট পৌর সভার মেয়র ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি খান হাবিবুর রহমান। বাগেরহাট জেলা ক্রীড়া অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সরদার ওমর ফারুক ,নির্বাহী সদস্য তালুকদার আজমুল কবীর লিটন, ইউপি চেয়ারম্যান ও জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য হাদীউজ্জামান হাসিদ, শেখ শমসের আলী, এম এ রহমান , মো. আবু তাহের প্রমুখ।
তৃণমূলে খেলোয়াড় সৃষ্টির জন্য বাগেরহাট জেলার ৯টি উপজেলা থেকে বাছাই করা ২৪ জন ফুটবলার এই প্রশিক্ষনে অংশ নিচ্ছে। ক্ষুদে এই ফুটবলারদের প্রশিক্ষনের দায়িত্বে রয়েছেন এককালের কৃত্বি ফুবলার ও ফুটবল কোচ অমিত রায়। বাগেরহাট জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় খেলোয়াড়দের থাকা খাওয়াসহ অন্যান্য সুবিধা প্রধান করা হচ্ছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত