বাগেরহাটে শিশু ধর্ষণ, দুই তরুণ গ্রেফতার

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২১, ১৯:১৪ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২১:৫৭

বাগেরহাটের চিতলমারীতে আখ খেতে নিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় দুই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ এপ্রিল)ভোরে চিতলমারী উপজেলার চরবানিয়ারি গ্রামে অভিযান চালিয়ে  এদেরকে গ্রেফতার করে চিতলমারী থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে এই মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতরা হলেন, চিতলমারী উপজেলার চর শৈলাদহ আদর্শ গ্রামের সুজন খানের ছেলে জাকির খান (১৬) এবং হায়দার শেখের ছেলে শামীম শেখ (১৭)।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক বলেণ, বৃহস্পতিবার (২২ এপ্রিল)  দুপুরে খেলার কথা বাড়ির পাশের আখ খেতে নিয়ে ওই দুই তরণ শিশুটিকে ধর্ষণ করে। এসময় শিশুটির ডাক চিৎকার শিশুটির বাবা ঘটনাস্থলে গিয়ে ওই তরুণদের হাতে নাতে ধরে ফেলে। পরবর্তীতে তরুণরা শিশুটির পিতার হাত-পা ধরে ক্ষমা চেয়ে চলে যায়। অসুস্থ্য অবস্থায় শিশুটিকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার বাবা।রাতে শিশুটির বাবা ওই দুই তরুনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেণ। আমরা শিশুটিকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত