বাগেরহাটে যুবলীগের সম্মেলন
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩, ১৩:৫৮ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ০৮:১২
বাগেরহাটে যুবলীগের সম্মেলন শুরু হয়েছে আজ বুধবার বেলা ৩টায়। শহরের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে সম্মেলন উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এর আগে দুপুর ১২টা থেকে জেলার বিভিন্ন এালাকা থেকে যুবলীগের নেতা-কর্মীরা স্টেডিয়ামে আসতে থাকেন। দুপুর ১টার মধ্যে সম্মেলন প্যান্ডেল জনসমুদ্রে পরিণত হয়।এ অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। অতিথিরা প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে বেলুন ও পায়রা ওড়ানো হয়।
বাগেরহাট জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আমিরুল আলম মিলন, সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরি নিক্সন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকু। সাধারণ সম্পাদক ভুইয়া হেমায়েত উদ্দিন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগ নেতা তৌফিকুর রহমান সুজন, ড. আশিকুর রহমান শান্ত, শেখ নবীরুজ্জামান বাবু, রাজু আহমেদ ভিপি মিরান, বাগেরহাট জেলা যুবলীগের আহ্ধসঢ়;বায়ক সরদার নাসির উদ্দিন, জেলা যুবলীগ নেতা মীর জায়েসী আশরাফি জেমস, লিটন সরকার, শাহনেওয়াজ মোল্লা দোলনসহ নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত