বাগেরহাটে মলমপার্টির ৩ সক্রিয় সদস্য গ্রেফতার
প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২২, ১৮:৪৬ | আপডেট : ২ জানুয়ারি ২০২৫, ১৪:২৮
খুলনা র্যাব-৬ এর সদস্যরা বাগেরহাটের মোংলা পৌরশহরে সোমবার (৫ ডিসেম্বর) রাতে অভিযান মলমপার্টির মূলহোতাসহ ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতরা হলো, মলমপার্টির মূলহোতা খুলনা র“পসার কামর“ল ইসলাম শেখ (৩৫) ও তার দুই সহযোগী আব্দুস সালাম শেখ (৪৮) এবং দেলোয়ার শেখ (৪৫)। এদের সকলের বাড়ী রূপসা এলাকায়।
খুলনা র্যাব-৬ এর মিডিয়া সেল থেকে মঙ্গলবার সকালে এক মেইল বার্তায় জানানো হয়, মোংলা পৌর শহরের একজন বৃদ্ধ নারী সোমবার বিকেলে পেনশনের অর্থ উত্তোলন করে রিকশাভ্যানযোগে বাসায় ফেরার পথে ভ্যানে থাকা যাত্রীবেশী এ মলম পার্টির সদস্যরা ওই নারীকে চোখে মলম লাগিয়ে দেয়। পরে মোংলা পাওয়ার হাউজ পেট্রোল পাম্পের কাছে ওই নারীকে ফেলে রেখে তার কাছে থাকা পেনশনের টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ খবর পেয়ে খুলনা র্যাব-৬ এর একটি আভিযানিক দল তাদের গোয়েন্দা তৎপরতা চালিয়ে মলমপার্টির মূলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করে। এরা ছিনতাইয়ের কথা স্বীকার করে এবং ওই নারীর কাছ থেকে নেয়া ৬ হাজার টাকা ফেরত দেয়। ছিনতাইয়ে ব্যবহৃত রিকশাভ্যানটিও জব্দ করা হয়। পরে গ্রেফতারকৃত ছিনতাইকারীদের ভ্যানসহ মোংলা থানায় সোপর্দ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত