বাগেরহাটে বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হচ্ছে শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী
প্রকাশ: ১০ অক্টোবর ২০২২, ১৯:৩৪ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ০৩:১১
বাগেরহাটে জমকালো আয়োজন ও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষে বাংলাদেশ শ্রমিক লীগ বাগেরহাট জেলা শাখার উদ্দোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১০ অক্টোবর ) বিকালে জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টুর সভাপতিত্বে রেল রোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক খান আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবু জাফর, কচুয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি খান শহিদুল ইসলামসহ জেলার সকল উপজেলা ও ইউনিয়ন পরিষদের শ্রমিক লীগের সভাপতি , সাধারন সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশ শ্রমিক লীগ বাগেরহাট জেলা সাধারন সম্পাদক খান আবু বক্কর সিদ্দিক বলেন, বাংলাদেশ শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ব্যতিক্রমি ও বৃহৎ পরিষদে উদযাপন করা হবে। জেলার ৯টি উপজেলা ,৭৫টি ইউনিয়ন ও ৩টি পৌরসভার প্রায় ৩০/৪০ হাজার লোকের সমাগম হবে বলে তিনি জানান। তিনি বলেন, বাংলাদেশ শ্রমিক লীগ বাগেরহাট জেলা শাখার নেতা কর্মীরা ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খলভাবে প্রতিষ্ঠা বার্ষিকীকে সফল করার লক্ষে দলীয় সকল নেতা কর্মীর উপর আহবান জানান।
উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর বুধবার বাংলাদেশ শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হবে। এ কর্মসূচির আলোকে বাংলাদেশ শ্রমিক লীগ বাগেরহাট জেলা শাখার উদ্দোগে বিকাল ৩টায় বাগেরহাট রেল রোড গোলাম মোস্তফা বাবু চত্ত্বরে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত