বাগেরহাটে বিশ্ব লায়ন্স সেবা দিবস পালিত

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ৮ অক্টোবর ২০২২, ২০:১০ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ০৮:০৪

বাগেরহাটে বিশ্ব লায়ন্স সেবা দিবস পালিত হয়েছে। শনিবার (৮ অ‌ক্টোবর) সকালে বা‌গেরহাট গ্রীন লায়ন্স ক্লাব এই দি‌ন সকা‌লে র‌্যা‌লি, আ‌লোচনা সভা ও কেক কে‌টে উৎসব মুখর প‌রি‌বে‌শে সা‌র্ভিস ডে পালন ক‌রে। ক্লাব প্রে‌সি‌ডেন্ট রি‌জিয়া পারভীন এর সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নের শুরু‌তে আনুগ‌ত্যের শপথ পাঠ করা হয়।

এসময় অ‌তি‌থি ছি‌লেন জেলা আওয়ামী লীগ এর সহ সভাপ‌তি নারী নেত্রী ফ‌রিদা আক্তার বানু লু‌ছি, ম‌হিলা প‌রিষদ সহ সভাপ‌তি তাহ‌মিনা বেগম মিনু ও জেস‌মিন পারভীন চি‌নি। আলোচনা সভায় বক্তৃতা ক‌রেন ট্রেজারার শি‌ল্পি আক্তার, নারী নেত্রী ফা‌তেমা আহ‌মেদ পারুল, উ‌ম্মে সালমা যুঁ‌থি, টুম্পা আক্তার মিম, আ‌বিদা ল‌লি প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত