বাগেরহাটে বিশ্ব দৃষ্টি দিবস পালিত
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ২০:১৯ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ২০:৪৬
“আপনার চোখকে ভালোবাসুন” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। সাইটসেভার্স এর সহযোগীতায় ও বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে বাগেরহাট সিভিল সার্জন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাইটসেভার্স এর বাগেরহাট জেলা সমন্বয়কারী মমিনুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, সিভিল সার্জন ডাঃ জালাল উদ্দিন আহমেদ। এসময় আরও বক্তব্য দেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান, দৃষ্টিদান চক্ষু হাসপাতালের পরিচালক মল্লিক এমাদুল হক, এডিডি ইন্টারন্যাশনাল এর ফিল্ড কো-অর্ডিনেটর এহসানুল হকসহ প্রমুখ।
আলোচনা সভা শেষে শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীতে এডিডি ইন্টারন্যাশনাল, সংকল্প প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও বাগেরহাট জেলা নাসিং ইনিষ্টিটিউট এর কর্মকর্তাসহ শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। র্যালী শেষে সাইটসেভার্স এর “জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচীর আওতায়” বাগেরহাট সদর উপজেলার মারিয়া পল্লীতে দলিত ও প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। এসময় শতাধিক ব্যাক্তিকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত