বাগেরহাটে বিধবা নারীকে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন
প্রকাশ: ৫ অক্টোবর ২০২২, ১৮:২৬ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৭:০৯
বাগেরহাটের মোংলায় ৮০ বছরের বয়স্ক বিধবা নারী ও তার মেয়েকে মারধর , জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ অক্টোবর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে ভুক্তভোগী নারী রোমেসা বেগম (৮০) এ সংবাদ সম্মেলন করেন। এ সময় ভুক্তভোগী নারীর বড় মেয়ে রাবেয়া বেগম, ছোট মেয়ে মার্জিয়া বেগম ও পুত্র বধূ হুমায়রা বেগম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে রোমেসা বেগম বলেন, আমার স্বামী ১৮ বছর পূর্বে চার সন্তান রেখে মারা যায়। আমার স্বামীর মৃত্যুর পূর্বে মোংলা উপজেলার সোনাইলতলা মৌজার ৫১৩ খতিয়ানে ৭৬ শতাংশ জমি রেখে যায়। আমি আমার সন্তানদের নিয়ে উক্ত সম্মত্তি ভোগ দখল করে আসছি। গত সোমবার (৩রা অক্টোবর) ঐ খতিয়ানের অন্য শরিকদার হোসেন শেখ , ইদ্রিস সেখ ও জাকির শেখ আমার জমিতে জোর পূর্বক ধান চাষ করতে আসে। আমি তাদেরকে বাধা দিলে সে গালিগালাজ ও হত্যার হুমকি দেয়। আমি কোন উপায় না পেয়ে ৯৯৯ এ ফোন দেই। এতে হামলাকারিরা আমার উপর আরো ক্ষিপ্ত হয় ও আমাকে মারধর শুরু করে। এ সময় আমাকে বাচাতে আমার ছোট মেয়ে মার্জিয়া এগিয়ে আসলে হামলাকারীরা তাকে বেধড়ক পিটিয়ে গুরুত্বর জখম করে। এ সময় হামলাকারিরা আামর বসত ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আমাদের উদ্ধার করে। গুরুত্বর আহত অবস্থায় আমি ও আমার মেয়েকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
ভুক্তভোগি নারী আরো বলেন, হামলা কারীরা নিজেদের ক্ষমতার দাপোটে প্রায় সময়েই বিনা কারনে আমাদের উপর হামলা করে। তাদের সন্ত্রাসী কর্মকান্ডে এখন আমরা বাড়ি ঘরে যেতে ভয় পাচ্ছি। তারা যে কোন সময় আমাদের উপর হামলা ও প্রান নাশ করতে পারে।
তিরি আরো বলেন, ইদ্রিসগং আমাদের ভোগদখলীয় জমি অনৈতিকভাবে রেকর্ড করিয়ে নিলে আমি আদালতে রেকর্ড সংশোধনী মামলা করি। মামলার রায় আমাদের পক্ষে আসায় প্রতিপক্ষরা আদালতের রায় না মেনে আমাদের উপর হামলা করে। তারা আমাদের বসত ঘরের মালামাল লুটে নিয়ে জমি দখলের পায়তারা করছে। এখন ছেলে মেয়েদের নিয়ে যাতে ভালো ভাবে বসবাস করতে পারি এ জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এই ভুক্তভোগী নারী।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত