বাগেরহাটে বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়

  স্টাফ রিপোটার, বাগেরহাট

প্রকাশ: ৫ জুলাই ২০২২, ০৯:৪৯ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ১৩:৪৪

বাগেরহাটে বাল্য বিবাহ প্রতিরোধে কাজীদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। সোমবার (০৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক নাজমুন নাহারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. হাফিজ আল আসাদ, বাগেরহাট কাজী সমিতির সভাপতি মাওলানা আবু হানিফ, সাধারন সম্পাদক মাওলানা মজিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মাওলানা কবির হোসেনসহ আরও অনেকে।মতবিনিময় সভায় জেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত কাজীরা উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভায় কাজীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, বাল্য বিবাহ বন্ধে কাজীদের বিশেষ ভূমিকা পালন করতে হবে।এছাড়া তালাকের ক্ষেত্রেও গুরুত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজনে স্থানীয় প্রশাসন সহযোগিতা করবে বলে জানান জেলা প্রশাসক

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত