বাগেরহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

  স্টাফ রিপোটার,বাগেরহাট

প্রকাশ: ১৬ মে ২০২২, ১৫:২৬ |  আপডেট  : ৫ মে ২০২৪, ০০:৫৭

বাগেরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।রবিবার বিকাল ৪টায় সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। উদ্বোধনী খেলায় বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন ও বেমরতা ইউনিয়ন এক এক গোলে ড্র করলে ট্রাইবেকারে রাখালগাছিকে ৩-৪ গোলে পরাজিত করে বেমরতা ইউনিয়ন।দ্বিত্বীয় পর্বে খেলায় ১০ ডেমা ইউনিয়ন স্বাগতিক ষাটগুম্বজ ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে। 

বাগেরহাট জেলা প্রশাসক আজিজুর রহমান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন,বাগেরহাট পুলিশ সুপার কে,এম আরিফুল হক,বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান,সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোছাব্বেরুল ইসলাম।এছাড়াও অনুষ্ঠানে ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতারুজ্জামান বাচ্চু,বেমরতা ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর,ডেমা ইউপি চেয়ারম্যান মো: মনি মল্লিক,কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ মহিতুর রহমান পল্টন,গোটাপাড়া ইউপি চেয়ারম্যান শেখ শমশের আলী,বারইপাড়া ইউপি চেয়ারম্যান হায়দার মোড়লসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

টুর্ণামেন্টে বাগেরহাট সদর উপজেলার ১০টি ইউনিয়নের ফুটবল দল অংশ গ্রহণ করে।আগামী ১৬ মে ও ১৭ মে কোয়ার্টার ফাইনাল,১৯ মে সেমিফাইনাল ও ২২ মে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত