বাগেরহাটে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া আসামী গ্রেফতার

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ১৯:২৬ |  আপডেট  : ৩০ নভেম্বর ২০২৪, ০১:৫৫

বাগেরহাটে হাজত খানার সামনে থেকে পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া আসামী হাফিজুর রহমান ওরফে শিপন (২৯)কে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২৮ এপ্রিল) ভোরে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ ও মোংলা থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে। এর আগে ২৫ এপ্রিল বিকেলে বাগেরহাট কোর্ট পুলিশের হাজত খানার সামনে থেকে পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়েছিল হাফিজুর রহমান ওরফে শিপন।

গ্রেফতার হাফিজুর মোংলা উপজেলার কানাই নগর গ্রামের আবু বক্কর খা‘র ছেলে। একটি চুরির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হাফিজুর রহমানকে একদিনের রিমান্ডে নিয়েছিল মোংলা থানা পুলিশ।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর এলাকায় শিপনের এক নিকট আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত