বাগেরহাটে নিষেধাজ্ঞা অমান্য করায় দুটি ফিশিং ট্রলারকে জরিমানা

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২১, ১৯:২৪ |  আপডেট  : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১৭

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফিরে আসা বাগেরহাটের শরণখোলায় দুটি ফিশিং ট্রলার মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ট্রলার দুটির মাছ নিলামে বিক্রি করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হয়। উপজেলার মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে গতকাল শুক্রবার রাতে ভ্রম্যামাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাতুনে জান্নাত।

শরণখোল উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ বলেন, 'গোপন সংবাদে খবর পেয়ে ৬৫ দিনের অবরোধ শেষ হওয়ার আগেই আইন অমান্য করে মৎস্য আহরণ শেষে ফিরে আসা দুটি ট্রলার আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মালিকদের জরিমানা ও তাদের মাছ নিলামে বিক্রি করা হয়েছে। যদি আর কোনো ট্রলারের খোঁজ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।'

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাতুনে জান্নাত বলেন, 'জব্দৃকত ট্রলার মালিকদের ১০ হাজার টাকা জরিমানা এবং দুটি ট্রলারে থাকা সামুদ্রিক টুনা ও অন্যান্য মাছ ১১ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে।' এসময় দেশের মৎস্য সম্পদ রক্ষায় জেলে-মহাজনসহ সকলকে আরও সচেতন হওয়ার আহবান জানান তিনি।

শরণখোলা মৎস্য আড়তদার সমিতির সভাপতি মো. দেলোয়ার ফরাজী বলেন, 'আমাদের এলাকার সকল জেলে-মহাজন সরকারের আইন মেনে ৬৫ দিনের অবরোধ সফলভাবে পালন করেছে। দু-একটি ট্রলার গোপনে অবরোধ শেষ হওয়ার তিনদিন আগে বঙ্গোপসাগরে যায়। তবে ভবিষ্যতে আমরা আরও সতর্ক হবো।'

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত