বাগেরহাটে জরিপ সংশোধনের দাবীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১ জানুয়ারি ২০২২, ১৯:১৬ |  আপডেট  : ২৯ নভেম্বর ২০২৪, ১৪:৩৭

বাগেরহাটে সাবেক সি,এস বুনিয়াদে এস ও বি,আর,এস জরিপ সংশোধন এর দাবীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ জানুয়ারী) সকাল ১০টায় জেলার মোরেলগঞ্জ উপজেলার পিসি বারুইখালী গ্রামের কেয়ারের বাজার এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে স্থানীয় কৃষকরা বিক্ষোভ মিছিল বের করে বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

এসময় সমাবেশে বক্তারা বলেন, ভূমি অফিস থেকে যেসব মিউটেশন দেয়া হচ্ছে তা সিএস খতিয়ান মোতাবেক দেয়া হচ্ছে না যা সম্পূর্ণ অবৈধ। এসএ রেকর্ড দিয়ে যেসব মিউটেশন ও রেজিষ্ট্রি করা হচ্ছে তাও অবৈধ। তাই আমরা সাবেক সি,এস বুনিয়াদে এস ও বি,আর,এস জরিপ সংশোধন চাই। এবং ভূমি প্রশাসনের মাধ্যমে শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার সাধারন কৃষকদের ভূমি অধিকার ফিরে পেতে চাই। এ কারনে আমরা বাগেরহাট আদালতে মামলা করে সরকারকে পক্ষ করেছি। যার প্ররিপেক্ষিতে সরকার পক্ষ লিখিত জবাব দিয়ে মামলার আর্জি শর্ত স্বীকার করেছেন। পরে জেলা প্রশাসন থেকে সিএস মোতাবেক বিআরএস জরিপ করার জন্য একাধিক আদেশ দিলেও তা বাস্তবায়িত হয়নি। ওই আদেশ মোতাবেক জরিপকার্য বাস্তবায়ন হলে আমলাতান্ত্রীক জটিলতা দূর হওয়ার পাশাপাশি মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলার হাজার হাজার দরিদ্র কৃষক তাদের জমির মালিকানা ফিরে পাবে। 

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোড়েলগঞ্জ উপজেলার পিসি বারুইখালী গ্রামের বাসিন্দা “সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এষ্টেট” এর মালিক আব্দুস সামাদ হাওলাদার, কৃষক লাল মিয়া তালুকদার, জালাল মীর, হেমায়েত উদ্দিন আকন, আসাদুল ফরাজি, আলাউদ্দিন হাওলাদার, মাহামুদা বেগম, মাওঃ ফজলুল আলম, আব্দুল বারি প্রমুখ।##  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত