বাগেরহাটে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যার অভিযোগ

  স্টাফ রিপোটার,বাগেরহাট

প্রকাশ: ২৫ মে ২০২২, ১৪:৫০ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০৩:০৭

বাগেরহাটের শরণখোলায় রাজিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের পাঁচরাস্তা এলাকার রায়েন্দা সেতু সংলগ্ন স্কুলশিক্ষক মেয়ের বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিকেলে বাগেরহাট সদর হাসপতাল মর্গে পাঠিয়েছে।

স্কুল শিক্ষক মারুফা আক্তার জানান, তার মাকে বাসায় রেখে তিনি প্রতিদিনের মতো সকালে স্কুলে চলে যান। প্রতিবেশিরা ফোন করে ঘটনাটি জানান তাকে। স্কুল থেকে দ্রুত বাসায় এসে তাকে জানালার গ্রীলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে হাসাপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মা দীর্ঘদিন ধরে মাথা ব্যাথা রোগে ভুগছিলেন। হয়তো যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন।

শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত