বাগেরহাটে গণ প্রকৌশল দিবস পালিত
প্রকাশ: ৮ নভেম্বর ২০২২, ১৯:০৩ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ০৩:০৭
বাগেরহাটে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রকৌশল দিবস- ২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে আইডিইবি বাগেরহাট জেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন প্রকৌশলী সনৎ কুমার সাহা, প্রকৌশলী খন্দকার আঃ সালাম, প্রকৌশলী আঃ রহমান, প্রকৌশলী হুমায়ুন কবির, প্রকৌশলী সব্যসাচি রায় ও প্রকৌশলী তানজির হোসেন। র্যালী ও আলোচনা সভা সফল করতে এ সময় বিভিন্ন বিভাগে কর্মরত সদস্য প্রকৌশলী, পলিটেকনিক ছাত্র , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকবৃন্দসহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত